শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

আলহামদুল্লিলাহ্ ,

SAY Together এর উদ্যগে "শীত বস্ত্র হাতে, শীতার্তদের পাশে " এই স্লোগানকে সামনে রেখে " প্রজেক্ট শীত নিবারণ " প্রকল্প সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।


১০জানুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় কুসুমহাটি ও মাহমুদপুর ইউনিয়নের প্রায় ৫ শত দুস্থ গরীব শীতার্ত মানুষের মাঝে আমরা কম্বল বিতরন করি।
আমাদের এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমুল হক পাভেল। বিশেষ অতিথি ছিলেন গ্রামীনফোনের হেড অফ টেকনোলজি ডিপার্টমেন্ট ইঞ্জি. এম এ খান সোহেল, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুমহাটি ইউপি চেয়ারম্যান হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।


 অনষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, " প্রজেক্ট শীত নিবারণ অবশ্যই একটি মহতী উদ্যগ, আমি SAY Together এর উদ্যগকে স্বাগত জানাই এবং সফলতা কামনা করি।  আমি আশা করি SAY Together তাদের এই মহতী উদ্যগ অব্যাহত রাখবে, পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ণ মুলুক কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবে। "
  
এই প্রকল্পকে সফল করার পেছনে যারা আমাদেরকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের কাছে আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ।

যারা আমাদের এই উদ্যগকে সফল করার পেছনে অক্লান্ত ভাবে পরিশ্রম করেছেন তাদের সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ এরং আমরা আশা করব আগামীতে তারা আমাদের বিভিন্ন উন্নয়ণ মুলুক কর্মকান্ডের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন