" প্রজেক্ট শীত নিবারণ " প্রকল্প সফল ভাবে সম্পূর্ণ হয়েছে।
অসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই? আশাকরি ভালো, আর ভালো থাকার জন্য আমরা কি না করি। আমরা সবাই মানুষ এবং সবাই বেচে থাকার জন্য চেস্টা করি কিন্তু সবার বেচে থাকার উপায় এক রকম নয়। কেউ অল্পতে তুষ্ট কেউ আবার অনেক কিছুতেও তৃপ্তি পায়না। আমরা সবাই নিজেদের নিয়ে বেস্ত কিন্তু কেউ এক বারও ভাবিনা আমরা শুধু নিজের জন্য বেচেথাকিনা, আমাদের আসেপাশে পরিবার পরিজন, পাড়াপ্রতিবেশী, বন্ধু বান্ধব, অত্তীয়সজন সবাইকে নিয়ে, সবার জন্য বেচেথাকি। এর বাইরে আছে এক শ্রেনীর মানুষ, যাদের নিয়ে ভাবার কেও নেই, যাদের পাশে দারাবার কেও নেই, তারাহলো নিরীহ দুস্থ গরিব মানুষ। যাদের কষ্টের শেষ নেই। অন্ন , বস্র, বাসস্থান, চিকিত্সা, শিক্ষার
কোনো সুযোগ নেই, বিলাশিতা তো দুরে থাক। সুবিদা বঞ্চিত এই মানুষ গুলোর বেচেথাকার কি কষ্ট, তাদের কাছে না গেলে বুঝা যাবে না। যখন অল্প অল্প করে বুজতে শিখি তখন থকে তাদের পশে দাড়াতে চেয়েছিলাম। কিন্তু কি করব বুঝতে পারছিলাম না কারণ আমার সাধ্য সামর্থ তেমন নেই যে কিছু মানুষের উপকারে আসব। তারপর একদিন সুযোগ এলো, আমার এক বন্ধু জাকির একটা আইডিয়া বেরকরলো। আমরা বন্ধুরা মিলে একটা গ্রুপ করবো, আর সেই গ্রুপের কাজ হবে গরিব মানুষের পাশে দাড়ানো সহ সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেদের সম্পৃক্ত করা। তারপর আমরা গ্রুপটা করি এবং প্রথম শুরু করি নিজ এলাকায় শীতার্ত মানুষের মাঝে " প্রজেক্ট শীত নিবারণ
" নামক ক্যাম্পেইনের মাধ্যমে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করি। প্রথমে আমরা ৭ বন্ধু মিলে হাতে নেই টাকা তুলার পর্ব, প্রথমদিকে তেমন একটা সাড়া না পেলেও পড়ে সবাই ঠিকই সারা দিয়েছে। অবশেষে সকলের সহযোগিতায় সফল ভাবে সম্পূর্ণ করতে পারি " প্রজেক্ট শীত নিবারণ
"। তারপর আমি বুঝতে পারি যে ভালো কাজের পেছেনে অনেকেই আছে, এগিয়ে আসার। তবে কাওকে না কাওকেতো শুরু করতে হবে, তাতে কমবেশিতো বাধা আসবেই, সকল বাধা ও প্রতিবন্ধকতা দুর করে সাফল্যের চূড়ায় উঠার প্রবল ইচ্ছাশক্তিই বিজয় এনেদেয় ।
SAY Together |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন