মঙ্গলবার, ২১ মে, ২০১৩

এই আমাদের সেই ঐতিহ্যবাহী জবান চত্বর, যার জন্ম হয় ২০০৬ সালের পহেলা মে, এই চত্বরের নাম করণ করেন আমাদের মাহমুদপুর ইউনিয়নের বরণ্য বেক্তিরা, যাদের অসামান্য অবদানেই গরেউঠেছে এই জবান চত্বর, তাই তাদের নাম না বললেই নয়, তারা হলেন জলিল মোল্লা, আনুয়ার মোল্লা, জাহাঙ্গীর  মোল্লা, শহিদ মোল্লা, রুমান, বুলবুল, শামিম, আশিক, ইসাহাক, শফি মোল্লা, আলমগীর, কাদের ভাই সহ আরো অনেকে। এই চত্বর সকল বয়স এর  মানুষের মিলনমেলা। আনন্দ ও আড্ডাদেবার এক অভয়ারণ্য। এই জবান চত্বরকে কেন্দ্র করে গড়েউঠেছে জবান ভাইয়ের দোকান , উঠেছে চা, পুরি-সিঙ্গারার  দোকান আরো কতকি। ছায়া বৃদ্ধি জন্য লাগানো হয়ছে বটবৃক্ষ, শুধু আনন্দ আর আড্ডাই নয়, হয় সকল প্রকার আলাপ, রাজনীতি, সামাজিক, ধর্মীয়, সান্কেস্ক্রিতী, খেলা-ধুলা, পরা-লেখা, গান-বাজনা, বিজ্ঞান ও তথ্য প্রযক্তি সহ নানা বিষয়। আজ এই পর্যন্তই.. আবারো কথা হবে জবান চত্বর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন। খোদাহাফেজ ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন