সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

ছেলেবেলা

নতুন একটা ব্লগ পেজ খুলাম কিন্তু কি লিকবো বা পোস্ট করব ভেবে পাচ্ছিনা, তাছাড়া আমার লিখালিখির অবভেশ তেমন একটা নাই,  বেশির ভাগ সময় ভাবি আমার চ্লেবেলার কথা, অনেক মনে পরে অনেক মিস করি সেই সময় গুলি যা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে ভাবি ভালই ছিল সেই সময় গুলো মাঠে মাঠে ঘুরে বেড়াতাম আর ঘুরি উড়াতাম, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম গোসল করতাম লাফিয়ে পরতাম নদীর জলে সাতার কাটা আর বিরামহীন পানিতে নেমে জল কুমির খেলা খেলতাম। আম কুড়ানো আর মাছ ধরার মজার কথা নাইবা বললাম, চিন্তা ভাবনাহীন একটি উত্ফল্লো জীবন, যে জীবনে কোন লোভ ছিল না, ছিলনা কোন অহংকার, অল্প কিছুতেই তুষ্ট হতাম, আজ এত কিছুর মাঝেও মনে হয় কি যেন নেই? বুঝলাম সেই শূন্যতা আমার সেই ছেলেবেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন