সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

আমরা কেন বিয়ে করি? এ প্রশ্নের উত্তর খুজতে গেলে অনেক গুলি উত্তর সামনে আসে, মানুষ একাকি বসবাস করতে পারেনা তার একাকিত্ব দুরকরার জন্য একজন সংগীর দরকার হয় তাই বিয়ে করে, জৈবিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করে, বংসবৃদ্ধি ঘটানোর জন্য বিয়ে করে এ ছাড়া ধর্মিক অনুশাসনের বিষয় তো অবশ্যই আছে. এর বাইরে কিছু বিষয় আছে, জীবনকে রঙ্গিন করেতুলে, আশার আলো জাগায়, বেচেথাকার পেরনা যোগায়, গড়ে উঠে একটি সম্পর্ক, সুরো হয় নতুন জীবনের পথচলা। এরই মাঝে কেটে যায় জীবন, পরেথাকে শুধু সৃতি। আপনার বিয়ের সৃতিটুকো ধরে রাখতে ভিডিও করুন। আধুনিক ও উন্নত মানের ফোটোগ্রাফি, ভিডিওগ্রাফি পেতে আমাদের কল করুন। ..01811132421
বিস্তারিত জানতে লগইন করুন https://www.facebook.com/groups/110131652333191/

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

আলহামদুলিলাহ ,
SAY Together  এর ব্যানারে " প্রজেক্ট শীত নিবারণ " প্রকল্পের মাহমুদপুর উইনিয়ন অংশের Volunteer পর্যায়ের প্রাথমিক মিটিং সফল ভাবে সম্পূর্ণ হলো। মিটিংয়ে সিনিয়র ভাই সহ ১০০ থেকে ১২০ জন Volunteer উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে আজকের মিটিং এ কিছু সিধান্ত গৃহীত হয়েছে। আগামীকাল থেকে গৃহীত সিধান্ত মোতাবেক Volunteer রা তাদের মাঠপর্যায়ের কাজ শুরু করবেন। আগামীতে মিটিং ডাকা হলে সবাইকে ফোন ও ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মিটিংয়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ...

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩

জীবনে বেচে থাকার জন্য যেমন আমদের খাদ্য ,বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎস্যা, দরকার, তেমনি দরকার ভালবাসা, স্বপ্ন দেখার সময় সুযোগ, এগুলো আমাদের মৌলীক চাহিদা,

মঙ্গলবার, ২১ মে, ২০১৩

এই আমাদের সেই ঐতিহ্যবাহী জবান চত্বর, যার জন্ম হয় ২০০৬ সালের পহেলা মে, এই চত্বরের নাম করণ করেন আমাদের মাহমুদপুর ইউনিয়নের বরণ্য বেক্তিরা, যাদের অসামান্য অবদানেই গরেউঠেছে এই জবান চত্বর, তাই তাদের নাম না বললেই নয়, তারা হলেন জলিল মোল্লা, আনুয়ার মোল্লা, জাহাঙ্গীর  মোল্লা, শহিদ মোল্লা, রুমান, বুলবুল, শামিম, আশিক, ইসাহাক, শফি মোল্লা, আলমগীর, কাদের ভাই সহ আরো অনেকে। এই চত্বর সকল বয়স এর  মানুষের মিলনমেলা। আনন্দ ও আড্ডাদেবার এক অভয়ারণ্য। এই জবান চত্বরকে কেন্দ্র করে গড়েউঠেছে জবান ভাইয়ের দোকান , উঠেছে চা, পুরি-সিঙ্গারার  দোকান আরো কতকি। ছায়া বৃদ্ধি জন্য লাগানো হয়ছে বটবৃক্ষ, শুধু আনন্দ আর আড্ডাই নয়, হয় সকল প্রকার আলাপ, রাজনীতি, সামাজিক, ধর্মীয়, সান্কেস্ক্রিতী, খেলা-ধুলা, পরা-লেখা, গান-বাজনা, বিজ্ঞান ও তথ্য প্রযক্তি সহ নানা বিষয়। আজ এই পর্যন্তই.. আবারো কথা হবে জবান চত্বর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ্য থাকুন। খোদাহাফেজ ....

সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

ছেলেবেলা

নতুন একটা ব্লগ পেজ খুলাম কিন্তু কি লিকবো বা পোস্ট করব ভেবে পাচ্ছিনা, তাছাড়া আমার লিখালিখির অবভেশ তেমন একটা নাই,  বেশির ভাগ সময় ভাবি আমার চ্লেবেলার কথা, অনেক মনে পরে অনেক মিস করি সেই সময় গুলি যা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে ভাবি ভালই ছিল সেই সময় গুলো মাঠে মাঠে ঘুরে বেড়াতাম আর ঘুরি উড়াতাম, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম গোসল করতাম লাফিয়ে পরতাম নদীর জলে সাতার কাটা আর বিরামহীন পানিতে নেমে জল কুমির খেলা খেলতাম। আম কুড়ানো আর মাছ ধরার মজার কথা নাইবা বললাম, চিন্তা ভাবনাহীন একটি উত্ফল্লো জীবন, যে জীবনে কোন লোভ ছিল না, ছিলনা কোন অহংকার, অল্প কিছুতেই তুষ্ট হতাম, আজ এত কিছুর মাঝেও মনে হয় কি যেন নেই? বুঝলাম সেই শূন্যতা আমার সেই ছেলেবেলা।

DCC

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরোদিন এই বাংলায় খুঁজে পাই। এই গান দিয়ে ব্লগে লিখা বা পোস্ট শুরু করলাম। মূলত ব্লগ পেজ টি খোলার কারণ নিজের কিছু অভিগ্যতা ও কিহু ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের  ভালো লাগা মন্ধ লাগা আমাদের সাথে শেয়ার করবেন, ভুল হলে ক্ষমা করেদিবেন,  আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুন্দর থাকবেন, ভাষা শহীদদের প্রতি শ্রধা জানিয়ে বিদায় নিচ্ছি।