শনিবার, ৫ আগস্ট, ২০১৭

এক নজরে দোহার উপজেলা🔘
দোহার ঢাকা জেলার অন্তর্গত সর্বদক্ষিণের উপজেলা।
Dohar Map
১। ১৯২৬ সনে দোহার থানার উৎপত্তি হয়।
২। ১৯৮৩ সনে দোহার উপজেলা হিসাবে মান উন্নীত হয়।
৩। উত্তরে- নবাবগঞ্জ উপজেলা।৪। দক্ষিণে-পদ্মা নদী।
৩। পূর্বে- শ্রীনগর উপজেলা (জেলা-মুন্সিগঞ্জ)।
৪। পশ্চিমে- হরিরামপুর উপজেলা (জেলা-মানিকগঞ্জ)।
৫। পৌরসভা- ১ টি (দোহার পৌরসভা)।
৬। মৌজা- ৯৩ টি।
৭। গ্রাম- ১৩৯ টি
৮। ইউনিয়ন ৮ টি।

৯। দোহার উপজেলার ইউনিয়ন গুলোর নাম হচ্ছেঃ
🔘1. নয়াবাড়ি
🔘2. কুসুমহাটি
🔘3. রাইপাড়া
🔘4. মাহমুদপুর
🔘5. সুতারপাড়া
🔘6. নারিশা
🔘7. মুকসুদপুর
🔘8. বিলাশপুর
১০।👩‍👦জনসংখ্যা- ২,২৬,৪৩৯ জন (প্রায়)।
পুরুষ👦১,০৭,০৪১ জন (প্রায়)।
মহিলা👩‍ ১,১৯,৩৯৮ জন (প্রায়)।
১৩। লোক সংখ্যার ঘনত্ব ১,৪০২ জন (প্রতি বর্গ কিলোমিটারে)।
১৪।👥মোট ভোটার সংখ্যা- ১,৫১,৭৭০ জন।
👴পুরুষভোটার সংখ্যা- ৭৩,১২০ জন।
👱মহিলা ভোটার সংখ্যা- ৭৮,৬৫০ জন।
১৭। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩০%।
১৮। মোট পরিবার(খানা) ৪৯,৪০০ টি।
১৯। পোস্ট কোড- ১৩৩০।
🎓 মোট শিক্ষা প্রতিষ্ঠান🎓
২০।● নিম্নমাধ্যমিক বিদ্যালয়- ০৪।
২১।● উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ১৬।
২২।● কারিগরি স্কুল এন্ড কলেজ (স:)- ১।
২৩।● কলেজ- ০২।
1) Begum Ayesha Girls School & College.
2) Malikanda Meghula School & College.
২৪।● ডিগ্রী কলেজ- ০২।
1) Joypara University College.
2) Padma University College.
২৫।● আলিয়া মাদ্রাসা- ০২।
২৬।● দাখিল মাদ্রাসা- ০৫।
1) Moitpara Dakhil Madrasah
2) Joypara Mahmudia Alim Madrasah
3) Tanshirul islam Cadet Madrasah
4) Shainpukur Dakhil Madrasah
5) Dohar Islamia Dakhil Madrasa
২৭।● কওমী হাফিজিয়া- ০৩
২৮।● অন্যান্য মাদ্রাসা ২৮ টি।
২৯।● সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪২ টি।
৩০।● রেজি: প্রাথমিক বিদ্যালয় ০৮ টি।
৩১।● কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ০৬ টি।
৩২।● এবতেদায়ী মাদ্রাসা ০১ টি।
৩৩।● উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রা: বিদ্যা: ১১ টি।
৩৪।● বেসরকারী কেজি স্কুল ১৮ টি।
মসজিদ-৪১২।
মন্দির-৬০।
প্যাগোডা- ০১।
মাজার-০৪।
৩৫। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ০১ টি।
৩৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১৬ টি
বেডের সংখ্যা ৫০ টি।
৩৭। ডাক্তারের মঞ্জুরীকৃত পদ সংখ্যা ৩৭ টি।
৩৮। কর্মরত ডাক্তারের সংখ্যা।
☆ ইউএইচসি- ১৭ জন।
☆ ইউনিয়ন পর্যায়ে-১৬ জন।
☆ ইউএইচএফপিও- ১জন।
☆ সিনিয়র নার্স সংখ্যা ১৫ জন।
☆ সহকারী নার্স সংখ্যা ০১ জন
৩৯। ব্যাংকের শাখা- ২৫।
৪০। বিখ্যাত জন-
🌹 আশরাফ আলী চৌধুরী,।
🌹 ড. এ আর খান
🌹 শামীম আশরাফ চৌধুরী
🌹 সালমান এফ. রহমান
🌹 ব্যারিস্টার নাজমুল হুদা
🌹 কবি তসর আলী (দোহার)
৪১। সামাজিক সংগঠন-
🌴 স্কলার্স ইউনিয়ন অব দোহার (সাড-SUD)।
🌴 দোহার ব্লাড ব্যাংক- Dohar Blood Bank। 
🌴 SAMS- 92।
🌴 SAY- টুগেদার।


৪২। 🎡🎡🎡দর্শনীয় স্থানঃ🎡🎡🎡
 মিনি কক্সবাজার মৈনট, মাহমুদপুর, দোহার, ঢাকা।
 মিনি পতেঙ্গা, বাহ্রা, দোহার, ঢাকা।
 কোঠাবাড়ি বিল।
 নারিশা পদ্মার পার।
 আড়িয়াল বিল (নিকড়া)।
 ডাক বাংলো (মুকসুদপুর)।
 দুবলী টু নওয়াবগঞ্জ রোড।
 সাইনপুকুর বড়বাড়ি।
 নুরুল্লাহপুর ওরস শরীফ এর মেলা।
৪৩। 💵 হাটবাজার ৩২। 💵
🍉জয়পাড়া হাট (বৃহস্পতিবার)
🍉কার্তিকপুর হাট (রবি বার)
🍉কাচারিঘাট হাট(???)
🍉পালামগঞ্জ হাট(???)
🍉দোহার হাট(???)
🍉মেধুলা হাট(???)
🍉নারিশা হাট(???)
৪৩। 🎷মেলা ১৩। 🎷
💃নূরুল্লাপুর বড় ফকিরবাড়ি মেলা।
💃কাটাখালি মৌলভী বাড়ি মেলা।
💃নাগর চৌধুরীবাড়ি মেলা।
💃 রায়পাড়া রাস মেলা ও
💃 লটাখোলা-জয়পাড়া সর্বজনীন দুর্গোৎসব মেলা।
৪৪। 🌍ঐতিহাসিক ঘটনাবলিঃ🌍
এক সময় উপজেলার জয়পাড়ায় নীল চাষের প্রচলন ছিল। মহাত্মা গান্ধী পরিচালিত অসহযোগ আন্দোলন কালে (১৯২০-১৯২২) গান্ধীর আদর্শে এখানে গড়ে ওঠে ‘অভয় আশ্রম’। ১৯৪০ সালে এ উপজেলার মালিকান্দা গ্রামে গান্ধী সেবাসঙ্ঘের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন উপলক্ষে গান্ধীর আগমন ঘটে এবং তিনি এখানে দুদিন অবস্থান করেন।

❥❥❥══════❥❥❥══════❥❥❥
বিঃদ্র- উপরের উল্লেখিত তথ্যের সংশোধন ও বাদ পরা গুরুত্বপূর্ণ তথ্য এডিট করা হবে আপনার মতামতের উপর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন