সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৩

ছেলেবেলা

নতুন একটা ব্লগ পেজ খুলাম কিন্তু কি লিকবো বা পোস্ট করব ভেবে পাচ্ছিনা, তাছাড়া আমার লিখালিখির অবভেশ তেমন একটা নাই,  বেশির ভাগ সময় ভাবি আমার চ্লেবেলার কথা, অনেক মনে পরে অনেক মিস করি সেই সময় গুলি যা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে ভাবি ভালই ছিল সেই সময় গুলো মাঠে মাঠে ঘুরে বেড়াতাম আর ঘুরি উড়াতাম, বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতাম গোসল করতাম লাফিয়ে পরতাম নদীর জলে সাতার কাটা আর বিরামহীন পানিতে নেমে জল কুমির খেলা খেলতাম। আম কুড়ানো আর মাছ ধরার মজার কথা নাইবা বললাম, চিন্তা ভাবনাহীন একটি উত্ফল্লো জীবন, যে জীবনে কোন লোভ ছিল না, ছিলনা কোন অহংকার, অল্প কিছুতেই তুষ্ট হতাম, আজ এত কিছুর মাঝেও মনে হয় কি যেন নেই? বুঝলাম সেই শূন্যতা আমার সেই ছেলেবেলা।

DCC

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমি কে চিরোদিন এই বাংলায় খুঁজে পাই। এই গান দিয়ে ব্লগে লিখা বা পোস্ট শুরু করলাম। মূলত ব্লগ পেজ টি খোলার কারণ নিজের কিছু অভিগ্যতা ও কিহু ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের  ভালো লাগা মন্ধ লাগা আমাদের সাথে শেয়ার করবেন, ভুল হলে ক্ষমা করেদিবেন,  আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুন্দর থাকবেন, ভাষা শহীদদের প্রতি শ্রধা জানিয়ে বিদায় নিচ্ছি।