যায়গাটার নাম প্রেমতলা, একটু রোমান্টিক বটে তবে সত্যি এখানে প্রেম আছে, আছে সহজ সরল মানুষ, অকৃত্রিম বন্ধুত্ব আর নি:স্সার্থ ভালবাসা। প্রকৃত বন্ধুকে এভাবেই টেনে তোলার ইচ্ছা থাকে শৈশবে-কৈশরে......কিন্তু বড় হয়ে হিংসা আর লোভে আমাদেরকে এই চিত্রের উল্ট দিকে ঠেলেদে .....
রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
বুধবার, ১৭ জুন, ২০১৫
সোমবার, ৮ জুন, ২০১৫
হ্যালো ২৪৪ ১১ ৩৯
১.
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবে না
সমন্ধটা এই বার তুমি ভেস্তে দিতে পার
মাকে বলে দাও বিয়ে তুমি করছ না (২)
চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি
আর মাত্র কয়েকটা মাস ব্যাস
স্টার্টিং এই ওরা ১১০০ দেবে তিন মাস পরে কনফার্ম
চুপ করে কেন বেলা কিছু বলছ না
এটা কি ২ ৪৪ ১১ ৩৯
বেলা বোস তুমি পারছ কি শুনতে?
১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯
দিন না ডেকে বেলাকে একটি বার
মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে
জরুরী খুব জরুরী দরকার
২.
স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দী দুজনে
রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা ।।
আর কিছুদিন তারপর বেলা মুক্তি
কসবার এই নীল দেয়ালের ঘর
সাদাকাল এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে
তোমার আমার লাল-নীল সংসার
{}
চুপ করে কেন, একি বেলা তুমি কাঁদছ?
চাকরীটা আমি পেয়ে গেছি সত্যি
কান্না কাটির হল্লা হাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি?
এটা কি ২ ৪৪ ১১ ৩৯...
হ্যালো ২ ৪৪ ১১ ৩৯,
দুরছাই ২ ৪৪ ১১ ৩৯,
ও আমার উড়াল পঙ্খী রে
ও আমার উড়ল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে, আমার চোক্ষে বৃষ্টি পরে
তোর হইবে মেঘের উপরে বাসা
(ও) আমার মনে বেজায় কষ্ট
সেই কষ্ট ইইল পষ্ট
দুই চোক্ষে ভর করিল আঁধার নিরাশা
তোর হইল মেঘের উপরে বাসা
ও আমার..
মেঘবতী মেঘকুমারী মেঘের উপরে থাক
সুখ দু:খ দুই বইনেরে কোলের উপরে রাখ
মাঝে মইধ্যে কান্দন করা মাঝে মইধ্যে হাসা
মেঘবতী আজ নিয়াছে মেঘের উপরে বাসা
ও আমার উড়াল পক্ষীরে যা যা তুই উড়াল দিয়া যা
আমি থাকব মাটির ঘরে
আমার চোক্ষে বৃষ্টি পরে,
তোর হইবে মেঘের উপরে বাসা
শনিবার, ১৮ এপ্রিল, ২০১৫
শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
আপনারা সিনিয়ররা যখন কালো সানগ্লাসের কারনে সমাজের সমস্যাগুলো দেখতে
পাবেননা, শ্রবণ প্রতিবন্ধিতার দরুন অসহায় মানুষের হৃদয়ের করুন আর্তি শুনতে
পাবেননা, বিবেক প্রতিবন্ধিতার করনে
নির্যাতিত, নিষ্পেষিত, মজলুমের হাহাকার আপনাদের ভাবনায় কোন ছেদ ফেলবে না,
ঠিক তখনই আমরা ছোটরা আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আপনাদের ভিত কাপিয়ে
দুর্বার বেগে টর্পেডোর ন্যায় আঘাত হেনে আপনাদের সমস্ত অন্যায়, অবিচার,
অসঙ্গতি, অনিয়ম, অনাচার কে লন্ডভন্ড করে দিব ইনশাাল্লাহ্। এটাই আমাদের
নতুন বছরের দৃঢ় প্রত্যয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)