সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৩

আমরা কেন বিয়ে করি? এ প্রশ্নের উত্তর খুজতে গেলে অনেক গুলি উত্তর সামনে আসে, মানুষ একাকি বসবাস করতে পারেনা তার একাকিত্ব দুরকরার জন্য একজন সংগীর দরকার হয় তাই বিয়ে করে, জৈবিক চাহিদা মেটানোর জন্য বিয়ে করে, বংসবৃদ্ধি ঘটানোর জন্য বিয়ে করে এ ছাড়া ধর্মিক অনুশাসনের বিষয় তো অবশ্যই আছে. এর বাইরে কিছু বিষয় আছে, জীবনকে রঙ্গিন করেতুলে, আশার আলো জাগায়, বেচেথাকার পেরনা যোগায়, গড়ে উঠে একটি সম্পর্ক, সুরো হয় নতুন জীবনের পথচলা। এরই মাঝে কেটে যায় জীবন, পরেথাকে শুধু সৃতি। আপনার বিয়ের সৃতিটুকো ধরে রাখতে ভিডিও করুন। আধুনিক ও উন্নত মানের ফোটোগ্রাফি, ভিডিওগ্রাফি পেতে আমাদের কল করুন। ..01811132421
বিস্তারিত জানতে লগইন করুন https://www.facebook.com/groups/110131652333191/

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

আলহামদুলিলাহ ,
SAY Together  এর ব্যানারে " প্রজেক্ট শীত নিবারণ " প্রকল্পের মাহমুদপুর উইনিয়ন অংশের Volunteer পর্যায়ের প্রাথমিক মিটিং সফল ভাবে সম্পূর্ণ হলো। মিটিংয়ে সিনিয়র ভাই সহ ১০০ থেকে ১২০ জন Volunteer উপস্থিত ছিলেন। সকলের মতামতের ভিত্তিতে আজকের মিটিং এ কিছু সিধান্ত গৃহীত হয়েছে। আগামীকাল থেকে গৃহীত সিধান্ত মোতাবেক Volunteer রা তাদের মাঠপর্যায়ের কাজ শুরু করবেন। আগামীতে মিটিং ডাকা হলে সবাইকে ফোন ও ফেসবুক গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
মিটিংয়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ...

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩